ই-কমার্স ওয়েবসাইট সুপারফাস্ট ও ফাংশনাল না হলে বিজনেস করা ইমপসিবল
ই-কমার্স ওয়েবসাইট
১ সেকেন্ডে লোড নিবে আপনার হাজারো প্রোডাক্ট থাকা ওয়েবসাইট
- প্রতি মাসে অন্তত ১ থেকে ১০ লক্ষ ভিজিটর হ্যান্ডেল করা
- আনলিমিটেড প্রোডাক্ট আপলোড
- ইজি চেকআউট প্রসেস- ১/২ ক্লিকের মধ্যে
- প্রোডাক্ট যতই থাকুক স্পিড অপটিমাইজ রাখা
- এসইও ফ্রেন্ডলি এবং প্রপার ইউজার ইন্টারফেস
সতর্কতা ও কিছু কথা ( ই-কমার্স )
যদি ভেবে থাকেন ৫/১০ হাজারে ওয়েবসাইট তৈরী করবো, তা ভূলে যান। নিম্ম মানের হোস্টিং ও ফ্রি থিম, প্লাগিন বা টুলস ব্যবহার করে বানানো ওয়েবসাইটের বেশ কিছু প্রবলেম রয়েছে, তার মধ্যে –
১। প্রায় সময় আপনার ওয়েবসাইট সার্ভার ডাউন হবে।
২। কিছু দিন চলতে থাকার পর আপনার অজান্তে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে একসেস চলে যাবে অন্য জনের কাছে।
৩। সাইটে যখন কন্টেন্ট লোড হতে থাকবে এক সময় দেখবেন সাইট ইরর, সমস্ত কন্টেন্ট গায়েব।
৪। ট্রাফিক বুস্টিং মার্কেটিং করতে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইটে সামান্য কিছু মানুষ ভিজিট করার পর সাইট ডাউন হয়ে গেছে ( Server Internal Error)।
৫। স্পামিং মেইল আসতে থাকবে, কিন্তু নিজে বিজনেস ইমেইল থেকে মেইল করতে পারবেন না।
৬। গুগল থেকে ডোমেনইকে ব্লক করে দিবে। কেউ সাইট ভিজিট করতে পারবেনা।